তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে নিহত ৪

আপডেট: October 19, 2021 |

তিউনিশিয়ায় ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবিতে ৪ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নিখোঁজ খোঁজ রয়েছেন আরো অন্তত ১৯জন। তিউনিসিয়া উপকূল এলাকায় এবং ইতালির লাম্পেদুসা থেকে ৮৭ মাইল দূরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তিউনিশিয়ার মাহদিয়ার মুখপাত্র বেন ঝা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকাডুবিতে নিহতদের সবাই তিউনিশিয়ার নাগরিক। ছোট একটি নৌকায় করে ৩০জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেলেন। মাঝপথে তাদের বহনকারী নৌকাটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন সাঁতরে উপকূলে এসে জরুরি সেবা চাইলে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা। অভিবাসনপ্রত্যাশীরা ঠিক কোন জায়গা থেকে যাত্রা করেছিল তা জানা যায়নি।

বেন ঝা আরও জানান, নিরাপত্তারক্ষীরা এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করেছে। আর চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। নৌকার বাকি আরোহীরা এখনো নিখোঁজ রয়েছে।

এর আগে রবিবার আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির নিরাপত্তারক্ষীরা উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে চারজন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে। সেসময় আরো ১৩জনকে উদ্ধার করার কথা জানানো হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর