যুক্তরাষ্ট্রে তিন কোটি শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা

আপডেট: October 21, 2021 |
print news

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সের প্রায় তিন কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই তাদেরকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গেচে, করোনাভাইরাসের সেই টিকা শিশু বিশেষজ্ঞের কার্যালয় এবং স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যাবে। এমনকি শিশুরা যেসব স্কুলে পড়াশোনা করে, সেখানেও তারা টিকা দিয়ে নিতে পারবে।

গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই পাঁচ বছর থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে ৫ বছর থেকে ১১ বছরের দুই কোটি ৮০ লাখ শিশুকে কম ডোজের টিকা দেওয়া এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করবেন ফেডারেল রেগুলেটররা।

আনুষ্ঠানিক অনুমোদনের ঠিক পরপরই লাখ লাখ ডোজ করোনা টিকা যুক্তরাষ্ট্রজুড়ে সরবরাহকারীদের কাছে পাঠানো শুরু হবে। টিকার সঙ্গে শিশুদের জন্য ছোট সূঁইও সরবরাহ করা হবে।
সূত্র: এপি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর