মস্তিষ্কের রক্তক্ষরণে অভিনেতা শামীম ভিস্তির মৃত্যু

আপডেট: October 22, 2021 |
print news

অভিনেতা শামীম ভিস্তি আর নেই। শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

অভিনয়শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল এসব তথ‌্য নিশ্চিত করে বলেন—‘মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম ভাই। এই মৃত‌্যু আমি মানতে পারছি না। ভুলতে পারছি না তার স্মৃতি। শামীম ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’

শামীম ভিস্তির মিরপুরের বাসায় আজ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা মিরপুর-১ এর আকবর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন সুজাত শিমুল।

শামীম ভিস্তির গ্রামের বাড়ি মুন্সীঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। তিনি টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন।নাট্য সংগঠন নাট্য চক্রের সদস্য শামীম ভিস্তি। ‘পরবাসিনী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর