নাইজেরিয়ায় কারাগারে ফের অস্ত্রধারীদের হামলা, মুক্ত ৮ শতাধিক বন্দি

আপডেট: October 24, 2021 |
print news

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগারে অস্ত্রধারীরা হামলা চালিয়ে ৮ শতাধিক বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে। শুক্রবার রাতে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যের একটি কারাগারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এ বছর নাইজেরিয়ায় কারাগারে হামলার তৃতীয় ঘটনা এটি।

নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। তাদের সঙ্গে কারা নিরাপত্তাকর্মীদের গোলাগুলিও হয়েছে। একপর্যায়ে হামলাকারীরা ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের দেয়াল ভাঙে এবং শত শত বন্দিকে বের করে নিয়ে যায়।

পরিসংখ্যান দিয়ে নাইজেরীয় কারা কর্তৃপক্ষ জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৫৭৫ জন বিচারাধীন ছিল।

পালিয়ে যাওয়াদের মধ্যে ২৬২ জনকে অবশ্য ফের আটক করা হয়েছে। ওই ঘটনার পর কারাগারে মাত্র ৬৪ জন বন্দি ছিলেন। তারা পালিয়ে যাননি বা পালাতে পারেননি। খবর বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর