ইয়েমেনে তিন দিনে ২৬০ বিদ্রোহীকে হত্যা

আপডেট: October 25, 2021 |
print news

ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট রবিবার বলেছে যে, তারা কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জোট জানায়, মারিবের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার (৩০ কিলোমিটার) আল-কাসারায় গত ৭২ ঘণ্টা হামলায় ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর