দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে ফিলিস্তিনের মোজাইক প্যানেল

আপডেট: October 30, 2021 |

বালি আর ধুলোর নিচে চাপা পড়ে ছিল ফিলিস্তিনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মোজাইক প্যানেল। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে অবস্থিত ওই মোজাইক প্যানেল সম্প্রতি দর্শকদের জন্য খুলে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

হিশাম রাজপ্রাসাদের ওই মোজাইক প্যানেল হাজার বছরের পুরোনো হলেও উনিশ শতকে তা আবিষ্কৃত হয়। হিশাম প্যালেস উমাইয়া রাজবংশের সময়কার একটি ইসলামী মরু দুর্গ। এর স্থায়ীত্ব ছিল খ্রিস্টপূর্ব ৬৬০ সাল থেকে খ্রিস্টপূর্ব ৭৫০ সাল পর‌্যন্ত।
তবে উনিশ শতকে আবিষ্কৃত হলেও ২০১৬ সালে জাপান সরকারের অর্থায়নে প্রাচীন এই ঐতিহ্যের পুনঃসংস্কার শুরু হয়।

পাঁচ বছর ধরে প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয়ে হিশাম রাজপ্রাসাদের ওই মোজাইক প্যানেল পুনরুদ্ধার করা হয়।

ওই মোজাইক প্যানেলের আয়তন প্রায় ৮৩৫ স্কয়ার মিটার। ওই মোজাইক প্যানেল নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ লাখ পিস মোজাইক পাথর।

বৃহস্পতিবার দর্শকদের জন্য এটি খুলে দেওয়া হয়। বিশ্বের বৃহত্তম ওই মোজাইক প্যানেল অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হবে বলে আশা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর