২০২৩ বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চান তামিম

আপডেট: October 30, 2021 |
print news

২০২৩ সালের বিশ্বকাপে দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হিসেবে চান তামিম ইকবাল। তামিমের এমন প্রস্তাবে ‘না’ বলা কঠিন জানিয়ে দিয়েছেন মাশরাফিও।

দ্যা তামিম ইকবাল শো’তে নিজ আগ্রহের কথা জানিয়েছেন তামিম। অনুষ্ঠানে মাশরাফি বলেন , ‘সত্যি বলতে দেশের জন্য কোনো কিছুতে না করা আমার জন্য কঠিন।

তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’

জবাবে তামিম বলেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। আইসিসির সবগুলো ট্রফিজয়ী ধোনিকে ডাগআউটে পেয়ে স্বাভাবিকভাবেই মাঠের লড়াইয়ে এগিয়ে থাকবে ভারত। ধোনিও এই দায়িত্বের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এমনকি নিউজিল্যান্ড দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর