অপরাধ নিয়ন্ত্রণে ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: October 30, 2021 |

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে সবার ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব না। এত সংখ্যক পুলিশ সদস্য নেই। সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে।’

শানবার দুপুরে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণকে আরও সচেতন হতে হবে।

সাইবার ক্রাইম বাড়ছে উল্লেখ করে, তা নিয়ন্ত্রণে সাইবার ইউনিটের পরিসর আরো বড় করার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনার কারণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়লেও সব বাধা অতিক্রম করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় বলে জঙ্গিবাদের শেকড় গভীরে যেতে পারে না। ভীতি ও অপরাধমুক্ত সমাজ তৈরিতে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন বলেও মন্তব্য করেন আইজিপি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর