নচিকেতার প্রথম শ্যামাসঙ্গীত ‘তোকে শ্যামা’

আপডেট: November 3, 2021 |
print news

বাংলা আধুনিক গানকে নতুন পথের দিশা দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিশেষ করে জীবনমুখী গান গেয়ে। তাঁর জনপ্রিয় গানের তালিকা দীর্ঘ। তবে শুধুমাত্র জীবনমুখী গান নয়, গজলেও তাঁর দখল অন্য যেকোনও সংগীতশিল্পীর কাছে ঈর্ষনীয়। এবার দীপাবলির আগে আবারও শ্রোতাদের চমক দিলেন তিনি। হাজির হয়েছেন তার প্রথম রেকর্ড করা শ্যামা সংগীত নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই গান।

গানের নাম ‘তোকে শ্যামা’। গানের কথা লিখেছেন, গোবিন্দ প্রামাণিক, সুর রাজকুমার রায়ের। দুর্গাপূজার আগেই গানটি রেকর্ড করেছিলেন তিনি। কালীপূজার ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন নচিকেতা। এটাই এই দীপাবলিতে তাঁর পক্ষ থেকে অনুরাগীদের জন্য উপহার।

সোমবার গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে নচিকেতা জানান, এই গান নিয়ে এক্সাইটেড তিনি। শ্রোতারা বরাবরই ভালোবেসে এসেছে তাঁকে, এই গানও তাঁরা পছন্দ করবে বলেই আশাবাদী তিনি।

গান প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, দেবজ্যোতি বোস।  সূত্র : জি২৪

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর