ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়

সময়: 11:17 pm - November 3, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

আনুষ্ঠানিকভাকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। কিংবদন্তি এই ব্যাটসম্যানকে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই কোহলি-রোহিতদের দায়িত্ব নেবেন দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারতের প্রধান কোচ হিসেবে বিসিসিআই রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে। খেলোয়াড়ি জীবনে রাহুল ছিলেন ভারতের বড় তারকা, খেলাটার কিংবদন্তিদের একজন। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।’

গাঙ্গুলী আরো বলেন, ‘রাহুলের প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক তরুণ ক্রিকেটার উঠে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেছে। আশা করছি ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন দ্রাবিড়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ভারতের কোচ হিসেবে ইতি হচ্ছে রবি শাস্ত্রীর। একইও সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বোলিং কোচ বরুণ অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের। ভারতকে সেবা দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর