আসছে হাইড্রোজেন চালিত বিমান

সময়: 3:41 pm - November 5, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স এবং ব্রিটিশ-আমেরিকান অ্যাভিয়েশন কোম্পানি জিরোঅ্যাভিয়া যৌথভাবে শূণ্য কার্বন নিঃসরণকারী হাইড্রোজেন চালিত বিমান আনবে এবং আগামী ৩ বছরের মধ্যে তার বাণিজ্যিক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রব রিপোর্ট।

এই সপ্তাহে প্রকাশিত রব রিপোর্টের এক প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে এই বিমান আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ-আমেরিকান অ্যাভিয়েশন কোম্পানি জিরোঅ্যাভিয়া।

সংস্থাটির দাবি, এই এয়ারক্রাফটটি হবে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোজেন চালিত বিমান। সর্বোচ্চ শূন্য কার্বন নিঃসরণকারী বিমানও হবে এটি।

৭৬ টি যাত্রী বহন করতে পারবে বিমানটি, ২০২৪ সালের মধ্যে যার বাণিজ্যিক ব্যবহারও শুরু হবে।

সংস্থাটি এর আগেও হাইড্রোজেন চালিত বিমান তৈরি করেছে। এটি আগের চেয়েও অত্যাধুনিক, বড় এবং আরও কম, বলা চলে শূণ্য কার্বন নি:সরণ করবে।

পরীক্ষামূলক ওড়ায় সফল হলে ২০২৪ সালে যুক্তরাজ্যের লন্ডন থেকে নেদারল্যান্ডসের রটারডামে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে করবে বিমানটি। এর মধ্যদিয়ে এটি কোনো আন্তর্জাতিক রুটে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত বাণিজ্যিক ফ্লাইট হিসাবে বিবেচিত হবে।

গতানুগতিক বিমান কার্বন-ডাই-অক্সাইডের পাশাপাশি নাইট্রোজেন অক্সাইডসহ বিভিন্ন দূষণকারী কণা নিঃসরণ করে, যা জলবায়ুকে আরও দ্রুত পরিবর্তন করছে।

এই পরিস্থিতিতে হাইড্রোজেন চালিত বিমানের ব্যবহার পরিবেশবান্ধব হবে বলেই আশা করা হচ্ছে।সূত্র: রব রিপোর্ট

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর