মায়ের যাবজ্জীবন কারাদন্ড হয় পাঁচ সন্তানকে হত্যার দায়ে

আপডেট: November 6, 2021 |
print news

পানিতে চুবিয়ে ও শ্বাসরোধে ৫ সন্তানকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হয়। ওই নারী তার ছয় সন্তানের মধ্যে পাঁচজনকেই হত্যা করেছেন। ওই হত্যাকাণ্ড থেকে তার ১১ বছর বয়সী ছেলে স্কুলে থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে যায়।

ওই নারী ২০২০ সালের সেপ্টেম্বরে সন্তানদের বাথটাবের পানিতে চুবিয়ে বা শ্বাসরোধ করে হত্যায় অভিযুক্ত হন। তবে সে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন, মাস্ক পরা এক ব্যক্তি তার ফ্ল্যাটে ঢুকে সন্তানদের হত্যা করেছেন। কিন্তু তার দাবির সত্যতা খুঁজে পাননি তদন্তকারীরা।

সোলিংগেন শহরে ওই নারীর তিন মেয়ে এবং দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়। মেয়েশিশু তিনটির বয়স যথাক্রমে এক, দুই এবং তিন বলে জানানো হয়। অপরদিকে দুই ছেলের মধ্যে একজনের বয়স ছিল ৬ এবং অন্যজনের ৮ বছর। তাদের মরদেহ তোয়ালে প্যাঁচানো অবস্থায় বিছানার ওপর ছিল।

প্রসিকিউটররা জানিয়েছেন, সন্তানদের হত্যার আগে তাদের নাশতায় ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন ওই নারী। এমন হত্যাকাণ্ডের ঘটনায় ওই নারীর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি জানান প্রসিকিউটররা।
খবর দ্য ওয়াশিংটন পোস্ট

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর