নাইজারে হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

আপডেট: November 18, 2021 |
print news

মালি সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।

জাতিসংঘ মানবাধিকার উন্নয়ন সূচকের মাপকাঠি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নাইজার তাদের মালি ও বুরকিনা ফাসো সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চল এবং নাইজেরিয়া সীমান্তবর্তী দক্ষিণপূর্বাঞ্চলে জিহাদি তৎপরতা মোকাবেলা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালি সীমান্তবর্তী বিস্তৃত তাহৌয়া মরুভূমি অঞ্চলে বাকোরাত শহরে মঙ্গলবার পরিচালিত ওই হামলায় ২৫ জন নিহত ও আরো কয়েকজন আহত হন। সেখানে দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

মন্ত্রণালয় আরো জানায়, একই অঞ্চলে পৃথক হামলায় ‘অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা’ টাউন হল ও একটি স্বাস্থ্য কেন্দ্র ভাংচুর করে এবং দুটি মানি ট্রান্সফার শপ লুটপাট করে।

তারা জানায়, সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর