আমিরাতের মতো রান এখানে হবে না: বাবর আজম

আপডেট: November 18, 2021 |

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে না উঠতে পারলেও গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে পাকিস্তান।

এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সংযুক্ত আরব আমিরাতে ৬ ইনিংসে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন তিনি।

তবে মিরপুরের উইকেটে এমন রানের ফোয়ারা বইবে না বলে মনে করছেন বাবর আজম।

ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কথা বললেন পাক দলের অধিনায়ক।

তিনি বলেন, ‘অনুশীলন করে যা বুঝেছি, আমিরাতের মতো রান এখানে হবে না। এখানে হাতে উইকেট রাখতে হবে, তা হলে পরে কাজ সহজ হবে। তবে আরব আমিরাতের মতোই পরিকল্পনা থাকবে এখানে। বিশ্বকাপেও আমরা উইকেট হাতে রেখে পরে যতটা সম্ভব বেশি রান করতে চেয়েছি, এই পরিকল্পনাই থাকবে এখানে। উইকেট যতটা হাতে রাখব, ততটা কার্যকর হবে।’

উইকেট সম্পর্কে বাবর বলেন, ‘ঢাকায় যত ম্যাচ খেলেছি, কিছুটা ধীরগতির উইকেট এখানে। স্পিনারদের সহায়তা থাকে। তবে বিপিএলে খেলেছি সেই ৪-৫ বছর আগে। মিরপুরের উইকেট এখনও দেখতে পারিনি। তাই বলতে পারছি না। যে কোনো কিছুই হতে পারে। আজকে গিয়ে উইকেট দেখে পরিকল্পনা করব যে কীভাবে খেলব।’

প্রসঙ্গত আগামীকাল (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। খেলা শুরু হবে দুপুর ২টায়। বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২২ তারিখে। একই ভেন্যু ও একই সময়ে।
বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর