আগামী মাসে লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড

আপডেট: November 22, 2021 |
print news

নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে আগামী মাসের প্রথম দিকে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিচ্ছে।

করোনা নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়নের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান সোমবার এ ঘোষণা দেন।

আর্ডান বলেন, “আগামী ২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।”

সাংবাদিকদের তিনি বলেন, “কঠিন সত্য হলো ডেল্টা ধরণ এখানে রয়েছে। এটি যাচ্ছে না।”

তিনি আরো বলেন, “বিশ্বের অন্যান্য দেশ যেখানে ডেল্টা ধরণকে পুরোপুরি নির্মূল করতে পারছে না, সেখানে নিউজিল্যান্ড এটি নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে রয়েছে।”

অকল্যান্ডে করোনার ডেল্টা ধরণ প্রথম শনাক্ত হওয়ার পর গত মধ্য আগস্টে কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর পদক্ষেপের কারণে ৫০ লাখ লোকের এ শহরে করোনায় মারা গেছে মাত্র ৪০ জন।

আর্ডান প্রথমে টিকা দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর পর নতুন পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে টিকা দেয়ার হার ৮৩ শতাংশ। এ অবস্থাতেই ২ ডিসেম্বর থেকে নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর