রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনা বেড়েছে

আপডেট: November 28, 2021 |

সেনা সমাবেশ নিয়ে আবারো উত্তেজনা বেড়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। নিজ নিজ সীমান্তের কয়েকশ মিটার দূরত্বে মুখোমুখি অবস্থানে রয়েছে দুদেশের সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনী জানান, ইউক্রেন রাশিয়ার যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম, সাঁজোয়া যান ও ৯২ হাজারের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে দেশটিতে হামলা চালাতে তারা প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সংস্থাটি।

এদিকে, এ ধরনের তথ্যকে যুক্তরাষ্ট্রের অপপ্রচার বলে দাবি করেছে রাশিয়া। তবে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেন। হামলা হলে ইউক্রেনের সেনারা যাতে তাদের প্রতিহত করতে পারে সে জন্য এরই মধ্যে সীমান্তে নিয়মিত মহড়া চালাচ্ছে ইউক্রেনের সেনারা।

সীমান্তে সেনা সমাবেশ নিয়ে রাশিয়া বিপজ্জনক সংকেত পাঠাচ্ছে বলে মন্তব্য করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২০১৪ সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেনের দাবি, এতে সরাসরি মদদ দিচ্ছে রাশিয়া।

এর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে, তবে তার চড়া মূল্য দিতে হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর