দুর্ঘটনায় দুমড়ে গেল সায়ন্তিকার গাড়ি

আপডেট: December 9, 2021 |
print news

অল্পের জন্য রক্ষা পেলেন টালিউডের অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে বৃহস্পতিবার ভোরে কলকাতায় ফেরার পথে সায়ন্তিকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷

জানা গেছে বাঁকুড়া ছেড়ে যাওয়ার পর রাজ বাঁধ এলাকার কাছে সায়ন্তিকার এসইউভিতে সজোরে ধাক্কা দেয় ১২ চাকার লরি।

বৃহস্সপতিবার সকাল ৬ টা বেজে ১৫ মিনিটে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে সায়ন্তিকার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি।

এতে দুমড়ে মুচড়ে যায় সায়ন্তিকার গাড়ি। হাতে গভীর চোট পেয়েছেন সায়ন্তিকা। দুর্ঘটনার পর কলকাতা না এসে বাঁকুড়াতেই ফিরে যান অভিনেত্রী।

যদিও এই দুর্ঘটনার কারও বড় আঘাত লাগেনি ৷ সকলেই সুস্থ রয়েছেন ৷ তবে গাড়িটির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লরির চালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে লরিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share Now

এই বিভাগের আরও খবর