ইরাকে আইএসের বিরুদ্ধে মিশন শেষ করল যুক্তরাষ্ট্র

আপডেট: December 11, 2021 |

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী দেশটিতে লড়াই (কম্ব্যাট মিশন) সমাপ্ত করেছে। এর মাধ্যমে ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সকল সেনা দেশে ফেরার আগ পর্যন্ত প্রশিক্ষণ ও উপদেশ প্রদানের ভূমিকা পালন করবে।

২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করতে কম্ব্যাট মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে ইরাকে আইএস পরাজিত হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি এক টুইট বার্তায় বলেন, বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ (কম্ব্যাট) শেষ হয়েছে। এখন তাদের সেনাদের প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহার হলেও পশ্চিমা বাহিনী ইরাকের সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রেসিডেন্ট মুস্তফা আল কাধিমি ২০২১ সালের মধ্যে ইরাকে যুদ্ধ শেষ করার একটি চুক্তি স্বাক্ষর করেন।

এদিকে কম্ব্যাট মিশন শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, যুক্তরাষ্ট্র ২০২১ সালের মধ্যে ইরাকে অভিযান শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করবে।

২০২০ সাল থেকে ইরাকে প্রায় ২৫শ সেনা রয়েছে। ২০১৪ সালে আইএস নামক জঙ্গি গোষ্ঠীর উত্থানের পর যুক্তরাষ্ট্র ইরাকের সেনাবাহিনীর সঙ্গে মিলে লড়াই শুরু করে। এর আগে ২০০৩ সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (ওয়ার অন টেরর) করতে মার্কিন বাহিনী ইরাকে হানা দেয়। সূত্র: ফক্স নিউজ

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর