সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানের রাস্তায় হাজারো মানুষ

আপডেট: December 20, 2021 |

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রোববার রাজধানী খার্তুমজুড়ে এ বিক্ষোভে সারা দেশ থেকে নাগরিকরা অংশ নেন।

এ ছাড়া দেশটিতে দীর্ঘদিনের একনায়কতন্ত্রের অবসানের তিনবছর পূর্তি হওয়ায় বিক্ষোভে সারা দেশ থেকে মানুষ অংশ নেন। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বাসিরকে ক্ষমতাচ্যুত করার পর মিলিতভাবে ক্ষমতা ভাগাভাগি করে নেয় জনগণের নির্বাচিত সরকার ও সেনাবাহিনী।

গত মাসে গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে বন্দি করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। পরে সেনা কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফিরলেও সম্পূর্ণ গণতান্ত্রিক শাসনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির জনগণ। তবে রবিবারের শান্তিপূর্ণ বিক্ষোভে সেনা সদস্যরা টিয়ার গ্যাস ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর