ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ইসরাইল

আপডেট: December 22, 2021 |

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে ইহুদিবাদী দেশ ইসরাইলে প্রথমবারের মতো মারা গেছেন একজন। দেশটির বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সী ওই করোনা রোগীর মৃত্যু হয়।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।

ওই ব্যক্তি করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন।

এদিকে করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। দেশটির মন্ত্রিসভায় করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।খবর আনাদোলুর।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর