সোমালিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

সময়: 6:33 pm - December 27, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ সোমবার বলেছেন, তিনি প্রধানমন্ত্রী মোহাম্মাদ হোসাইন রবলিকে বরখাস্ত করেছেন। আফ্রিকার সংঘাতপূর্ণ এ দেশে দীর্ঘ বিলম্বিত নির্বাচন কেন্দ্র করে এ দুই নেতার মধ্যে বিতর্কের একদিন পর তাকে বরখাস্ত করা হলো।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোহাম্মাদ হোসাইন রবলি বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়া থেকে তার ক্ষমতা খর্ব করেন। জমি দখলের একটি মামলার তদন্ত কাজে হস্তক্ষেপ করায় প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে অনেক দিন ধরে শীতল সম্পর্ক চলছিল। সোমালিয়ার স্থিতিশীলতার জন্য দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালানোর প্রেক্ষাপটে তাদের মধ্যে নতুন করে সম্পর্কের অবনতি ঘটে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর