চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ট্রুডোর

আপডেট: December 27, 2021 |
print news

চীন পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ‘খেলাচ্ছে’ মন্তব্য করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চীন যেভাবে বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে পশ্চিমা দেশগুলোকে নিয়ে খেলছে, তা ঠেকাতেই সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।

গ্লোবাল টেলিভিশনের দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন।

ট্রুডো বলেন, পশ্চিমা দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে বাণিজ্যিক স্বার্থ কাজে লাগাচ্ছে চীন। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এ সুযোগে চীন বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগাচ্ছে।

এর থেকে উত্তরণে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চীন যেন আমাদের নিয়ে খেলতে না, বিভক্ত করতে না পারে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

২০১৮ সালে কানাডার পুলিশ চীনা টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে আটক করার পর থেকে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের অবনতিও ঘটে।

চীনের রাজধানী বেইজিংয়ে কানাডার সাবেক এক কূটনীতিককে গ্রেফতারের পর ক্রমশ বাড়ছে উত্তেজনা।

এর কয়েক ঘণ্টার মধ্যেই মেং ওয়ানঝুকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কানাডার আদালত। খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর