টেস্টকে গুডবাই রস টেলরের

আপডেট: December 31, 2021 |

নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার রস টেলর। আদিবাসী এই ক্রিকেটার ১৭ বছর ধরে নিউজিল্যান্ডকে সার্ভিস দিচ্ছেন।

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার। নিউজিল্যান্ডের চলতি গ্রীষ্ম মৌসুম শেষে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটারকে।

বাংলাদেশের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টেস্ট সিরিজ খেলবেন। গতকাল নিজের অবসর নিয়ে টুইটারে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন।

বিদায়ের ঘোষণা জানিয়ে দেওয়া বার্তায় টেলর লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের। ’

নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন টেলর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দুই ম্যাচ খেললে কিউইদের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হবেন টেলর।

এরই মধ্যে ৩৭ বয়সী এ ব্যাটার টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৭৫৮৪ ও ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর