ভারত ভূমিকম্পে কেঁপে উঠল

আপডেট: January 7, 2022 |

ভারতের উত্তরবঙ্গের একাধিক এলাকা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮।

খবর অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের থিম্পু থেকে ৪৮ কি.মি দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জলপাইগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তার ওপর বাড়ি তাদের। বড় গাড়ি গেলে বাড়ি কাঁপছে বলে মনে হয়। এদিনও প্রথমে তেমনটাই ভাবেন তারা। কিন্তু কম্পন অল্প সময় স্থায়ী হওয়ায় সন্দেহ হয় তাদের। বাইরে এসে জানতে পারেন ভূমিকম্প হলো।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর