প্রেমিকাসহ করোনা পজিটিভ দেব

আপডেট: January 7, 2022 |
print news

করোনা আক্রান্ত হয়েছেন ওপার বাংলার অভিনেতা দেব। একই সঙ্গে তার প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও কোভিড পজিটিভ।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাতে দেব করোনা আক্রান্ত, এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন দেব জানান, তিনি টেস্ট করালেও রিপোর্ট হাতে পাননি, তাই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না।

এরপর বুধবার (০৫ জানুয়ারি) রাতে টুইট করে এই অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণী জানান, তিনিও কোভিড পজিটিভ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন এই অভিনেত্রী।

দেব জানান, ‘ করোনা রেজাল্টে আমি পজিটিভ। কিন্তু আমার কোনো উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি।

তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন রুক্মিণী। তিনি জানান, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর