সক্ষমতা বাড়াতে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে: সেনাপ্রধান

আপডেট: January 8, 2022 |
print news

দেশে কিংবা বিদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকার ডেমরায় করিম জুট মিল মাঠে অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

সেনা প্রধান বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। আমরাও সেই আদর্শ ধারণ করে মানুষের সেবায় নিয়োজিত।

এসময় কম্বল বিতরণের পাশাপাশি মানুষের মধ্যে সেবা ও চিকিৎসা সামগ্রীও বিতরণ করা হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর