ভারতে করোনার দাপট, একদিনেই শনাক্ত ১ লাখ ৭৯ হাজার

আপডেট: January 10, 2022 |

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। একই দিন প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ১৪৬ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আক্রান্তের হার গতকালের চেয়ে ১২.৫ শতাংশ বেশি।

এর মধ্যে মহারাষ্ট্রে সবেচেয়ে বেশি আক্রান্ত। নতুন করে রাজ্যটিতে ৪৪ হাজার ৩৮৮ জনের নমুনায় করোনা পাওয়া গেছে। এ ছাড়া মারা গেছেন ১২ জন।

এদিকে আগামী মাসে উত্তর প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তার আগেই পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আক্রান্তের অনেকেই ওমিক্রনে সংক্রমিত। এ পর্যন্ত দেশটির ২৭টি রাজ্যের ৪ হাজারের বেশি ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

সংক্রমণের বিস্তার ঠেকাতে ভারতে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে সরকার। খবর এনডিটিভি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর