নোয়াখালীতে বিমানবন্দর করতে চায় সরকার

সময়: 2:27 pm - January 14, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি বিমান বন্দর স্থাপন। এ দাবি পূরণে সরকারের পরিকল্পননা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।

শুক্রবার প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘‘নোয়াখালীর বিমানবন্দর নিয়ে সবার মধ্যে একটা কৌতুহল কাজ করছে। আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও নোয়াখালীর বিমানবন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার আবারও পরিদর্শনে এসেছি। বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।’’

শুক্রবার সকালে বিমান বন্দরের জন্য প্রস্তাবিত জায়গা সদর উপজেলার চরশুল্লুকিয়া পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়া) সাংসদ আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান সহ আরো অনেকে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর