মা হওয়া প্রসঙ্গে কী বললেন প্রিয়াঙ্কা? কী ভাবছেন নিক?

আপডেট: January 14, 2022 |
print news

মাস কয়েক আগেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল আগুনের মতো। কারণ ছিল সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে ‘জোনাস’ সরিয়ে ফেলেছিলেন প্রিয়াঙ্কা! সেই সময় এক সাংবাদিককে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছিলেন, এসব গুজব। এই ধরনের খবর না ছড়াতে। এমনকী, সেই সময় স্ত্রী পিয়াঙ্কার সঙ্গে ছবি দিয়ে ফোটো ক্যাপশনে ভালোবাসা ভরিয়ে জাহির করেছিলেন নিক।

এবার ‘ডিভোর্স বিতর্কে’ মুখ খুললেন প্রিয়াঙ্কা স্বয়ং। এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান পেশাগত জীবনের নানা ঝক্কির জন্য তিনি এমনটা করেছেন। সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি কোনও ছবি পোস্ট করলেও লোক সেটা জুম করে খোঁজে কোনও ভুল আছে কি না’! সঙ্গে তার মতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও খবর আজকাল ছড়িয়ে পড়ে বেশি দ্রুত।

এই সাক্ষাৎকারেই প্রিয়াঙ্কাকে কথা বলতে শোনা যায় নিকের সাথে তাদের সন্তান নেওয়ার ব্যাপারে।

জানান, তিনি আর নিক দু’জনেই চান সন্তান নিতে। তবে, সেটা যখন হবে তখন দেখা যাবে। এরপর যখন প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, তারা দু’জনেই তো খুব ব্যস্ত থাকেন! এই অবস্থায় সন্তান নেওয়া কতটা সম্ভব হবে।

উত্তরে দেশি গার্লের জবাব, আমরা এতটাও ব্যস্ত না! সঙ্গে এটাও জানান একটা বাচ্চা তাদের জীবনে এলেই দু’জনেই কাজ করা কিছুটা কমিয়ে দেবেন। আর এই নিয়ে তাদের কারও কোনও সমস্যা নেই।

প্রিয়াঙ্কা এর আগেও জানিয়েছিলেন নিজের জন্য বাড়ি কেনা, বাচ্চা নেওয়া তার ‘টু ডু’ লিস্টে আছে! নিউ ইয়র্কে বাড়ি তো কিনেই ফেলেছেন! এবার অপেক্ষা সন্তানের!

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে ‘দ্যা ম্যাট্রিক্স রিসারেকশন’ সিনেমাতে সতীর চরিত্রে। যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক স্তরে। বলিউডে ফারহান আখতারের সিনেমা ‘জি লে জারা’ তে তাকে এরপর দেখা যাবে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সাথে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর