আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও চেলসি। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাটেডের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। বার্মিংহামের ভিলা পার্কে এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

আবারো মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট। তবে চেলসি এবার জিততে চায় কারণ প্রথমবার ঘরের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্লুজরা। তবে সেই জয় নিয়ে মাঠ ছাড়তে হলে বেশ বেগ পেতেই হবে, সেটা ভালোই জানা সফরকারীদের। কোভিড আক্রান্ত হয়েছিলেন চেলসির অন্যতম দুই ফুটবলার থিয়াগো সিলভা ও এনগোলো কান্তে। তারা সুস্থ্ হয়ে দলে ফেরায় পূর্ণ শক্তির দল পাচ্ছে ব্লুরা।

এই দুই দল এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে। লড়াইটা দুই কোচ পেপ গার্দিওলা ও থমাস টুখেলের মধ্যেও। এতিহাদ স্টেডিয়ামে গেল তিন ম্যাচে গড়ে তিন গোল করেছে সিটিজেনরা। তাই এই ম্যাচে স্কোরিং করতে হবে লুকাকু-কাই হ্যাভার্টজদের। দলে ফিরেছেন গোলরক্ষক এদারসন। চেলসির বিপক্ষে বরাবরই ভালো ব্রাজিলিয়ান গ্যাব্রিয়াল হেসুস। তিনিও থাকছেন একাদশে।

এদিকে দিনের আরেক ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে আছে রেড ডেভিলরা। অ্যাস্টন ভিলা আছে ১৪ তে। ওল্ড ট্রাফোর্ডে টানা ৬ ম্যাচ অপরাজিত রোনালদোরা। সে জন্য অবশ্য ফিট একাদশ পাচ্ছে রালফ র্যাগনিক।

রোনালদো, ব্রুনো ফার্নানদেজরা আছেন ছন্দে। তবুও সজাগ থাকতেই হচ্ছে। কেননা নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা সমীহ করার মতোই দল। তাই জয়ের আশা করতেই পারেন স্টিভেন জেরার্ড শিষ্যরা।

বৈশাখী নিউজ/ জেপা