‘পরীমনির প্রার্থীতা প্রত্যাহারের আর সুযোগ নেই’

আপডেট: January 15, 2022 |
print news

চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছিল শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অনাগত সন্তানের কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

কিন্তু, এই নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থীতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিলো। এরমধ্যে আমরা কারো প্রার্থীতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোন চিঠিও আমাদের হাতে আসেনি। বিকেল ৫টায় আমরা শিল্পী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবো।’

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর