চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বেশ ভালো পরিবেশ দেখছি : ফেরদৌস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি। এরই মধ্যে দুই প্যানেলকে ঘিরে জমে উঠেছে এফডিসি। নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্যপদে প্রার্থী হয়েছেন নায়ক ফেরদৌস।

শুরুতে এই চিত্রনায়ককে প্রচারণায় দেখা না গেলেও গতকাল থেকে তিনি সরব হয়েছেন।

গত রোববার বিএফডিসিতে এসে ভোট চেয়েছেন তিনি। এসময় ফেরদৌস বলেন, ‘বেশ ভালো পরিবেশ দেখছি। একটা পরিবর্তন আসতে চলেছে হয়তো। তবে অনেক অপরিচিত মানুষ দেখছি। আমাদের উচিত এই সময়টাতে আচরণ সংযত রাখা, সুন্দর রাখা। কারণ এরা যারা ঘুরছে সবার কাছে আমরা রোল মডেল, প্রিয় মানুষ। এমন কিছু করা যাবে না যা তাদের মনে আমাদের প্রতি বিরূপ ধারণা তৈরি করে।’

নায়ক ইমনের সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে ফেরদৌস বলেন, ‘এটা খুবই হতাশার। কাজটা যেই করে থাকুক, যারাই এর সঙ্গে জড়িত থাকুক সেটা শিল্পীসুলভ না। এর আগেও নির্বাচনে দেশের জনপ্রিয় তারকারা ধাক্কাধাক্কির শিকার হয়েছেন। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই যাতে যোগ্য একটি নেতৃত্ব উঠে আসে। যারা শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘আমি নেতিবাচক প্রচারণায় বিশ্বাসী না। সত্যি কথা বলতে এখানে কারো বিপক্ষে বলার কিছু নেই- সবাই শিল্পী৷ আমি চাই যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতাগুলো মূল্যায়ন করবেন ভোটাররা।’

বৈশাখী নিউজ/ বিসি