নাভালনিকে ‘সন্ত্রাসী ও চরমপন্থীদের’ তালিকাভুক্ত করেছে রাশিয়া

আপডেট: January 26, 2022 |

রাশিয়া মঙ্গলবার ক্রেমলিনের কারাগারে বন্দি কঠোর সমালোচক আলেক্সি নাভালনিকে “সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের” তালিকাভুক্ত করেছে।

ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) সংকলিত নিষিদ্ধ ব্যক্তিদের একটি ডাটাবেসে মঙ্গলবার নাভালনি ও প্রধান সহযোগী লিউবভ সোবল সহ অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। খবর এএফপি’র।

নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার এই তালিকায় নাভালনির আরো নয় সহযোগীর নাম যুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্ত ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীসমূহ যেমন তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী সহ বিদেশী সন্ত্রাসী সংগঠনগুলির সাথে তাদেরকে সমান অবস্থানে ফেলে দিয়েছে।

এই মাসের শুরুতে, এই বিরোধী রাজনীতিকের আরো দুই প্রধান সহযোগীকে তালিকায় যুক্ত করা হয়েছিল।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয় এবং তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণা সহ রাশিয়ায় ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়।

এরপর থেকে তার শীর্ষ সহযোগীরা প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। -বাসস

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর