মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫০
আপডেট: January 31, 2022
|

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, গ্রেফতারদের কাছ থেকে ৭৮৬ পিস ইয়াবা, ৫৭০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ বোতল দেশি মদ ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।