সাবেক মিস ইউএসএ’র আত্মহত্যা

আপডেট: February 1, 2022 |
print news

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০ তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেসলি ক্রিস্ট। সেখান থেকেই লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, গত রোববার ভোরে নিউইয়র্ক সিটিতে ক্রিস্টকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩০ বছর। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন। এছাড়া মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন চেসলি ক্রিস্ট। তাতে তিনি লিখেছিলেন, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চেসলি ক্রিস্ট ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি একজন অ্যাটর্নি ছিলেন। যেসব বন্দিদের অন্যায়ভাবে কারাগারে শাস্তি দেয়া হয়েছিলো তাদের জন্য কাজ করছিলেন তিনি।

ক্রিস্ট ১৯৯১ সালে মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন এবং দক্ষিণ ক্যারোলিনায় তিনি বেড়ে ওঠেন। ক্রিস্ট ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনাতে পড়াশোনা করেছিলেন এবং ২০১৭ সালে তিনি ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে স্নাতক উত্তীর্ণ হন। তিনি মহিলাদের ব্যবসায়িক পোশাক ব্লগ হোয়াইট কলার গ্ল্যামও প্রতিষ্ঠা করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর