মিয়ানমারে এক বছরের বিক্ষোভে নিহত ১,৫০০ : জাতিসংঘ

আপডেট: February 1, 2022 |

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এক বছরে অন্তত ১,৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, এক বছরে মিয়ানমারে কাস্টডিতে থাকা ৮,৭৯২ জনসহ বেআইনিভাবে আটক হয়েছে অন্তত ১১,৭৮৭ জন।

জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে এই পরিসংখ্যান তুলে ধরেন শামদাসানি। বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য মানুষজনকে আটক করা হয়েছে।

শামদাসানি বলেন, “আমরা ১,৫০০ মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি। তবে এই হিসাব কেবল বিক্ষোভের প্রেক্ষাপটে করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর কাস্টডিতে নির্যাতনে মারা যাওয়া ২০০ মানুষও।”

সূত্র: রয়টার্স

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর