দেশে ২৪ ঘণ্টায় নেই নতুন ডেঙ্গু রোগী

আপডেট: February 1, 2022 |
print news

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সারাদেশে নতুন কোন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার কোনো হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি নেই।

এ বছর ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১২৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর