করোনার ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে

আপডেট: February 1, 2022 |

এভারকেয়ার হাসপাতাল এ করোনার সংক্রমণ অনেক বেশি তাই স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন তিনি। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া প্রয়োজন।

তা না হলে করোনা সংক্রমণের কারণে উন্নত চিকিৎসা আরো জটিল এবং কঠিন হয়ে যাবে। আজ সন্ধ্যায় প্রেস ব্রিফিং এ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা এসব কথা বলেন।

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান শাহাব উদ্দিন তালুকদার জানান, তার অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি পুরোপুরি সুস্থ্ নন।

রক্তক্ষরণের সম্ভাবনা আপাতত নেই। তবে আবারো হালকা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরও সাময়িকভাবে তাকে করোনা থেকে বাঁচাতে বাসায় নেওয়া হচ্ছে বলে জানান তারা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য এফ এম সিদ্দিকী জানান, ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার ক্যাপসুল খাদ্যনালীতে অস্ত্রোপচার (এন্ডোসকপি) করা হয়েছে এবং তার ফলে খাদ্যনালীর রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর