সুখবর নিউজিল্যান্ডগামী শিক্ষার্থী-পর্যটকদের জন্য

আপডেট: February 3, 2022 |
print news

করোনাভাইরাস বিধিনিষেধে বিশ্বে সবচেয়ে কড়া নিউজল্যান্ড পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকরা আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে পারবেন। আর আগামী ১৩ মার্চ থেকে অন্য সব দেশে অবস্থানরত টিকা নেওয়া নাগরিকরা নিউজিল্যান্ডে ফিরতে পারবেন।

দেশে ফিরে যাওয়ার পর সবাইকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রায় দুই বছর ধরে নিউজিল্যান্ডের সীমান্ত বন্ধ আছে। জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমরা করোনা মোকাবিলার লক্ষ্যেই আছি। তবে আমরা এখনই কড়াকড়ি থেকে পুরোপুরি সরে আসছি না।

নিউজিল্যান্ড সরকারের এই পরিকল্পনায় পাঁচটি ধাপ রয়েছে।

ধাপ ১: প্রথমে ২৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত টিকা নেওয়া নিউজিল্যান্ডের নাগরিকরা ফিরতে পারবেন।

ধাপ ২: ১৩ মার্চ থেকে অস্ট্রেলিয়া বাদে অন্য সব দেশের লোক ফিরতে পারবে। এই ধাপে গুরুত্বপূর্ণ ও দক্ষ বিদেশি কর্মীরাও নিউজিল্যান্ডে যেতে পারবেন।

ধাপ ৩: ১২ এপ্রিল থেকে বিদেশি পাঁচ হাজার শিক্ষার্থী দেশটিতে যেতে পারবেন।

ধাপ ৪: জুলাইয়ের পর থেকে পর্যটকরা ভিসা ফ্রি প্রক্রিয়ায় নিউজিল্যান্ডের যে কোনো স্থানে যেতে পারবেন।

ধাপ ৫: অক্টোবর থেকে পর্যটক, শিক্ষার্থীসহ যে কেউ দেশটিতে স্বাভাবিক সময়ের মতো ভিসার আবেদন করতে পারবে।

করোনা শুরুর পর থেকে নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১৭ হাজার জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৫৩ জন। ১২ বছরের উপরে এমন ৯৪ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকার আওতায় এনেছে দেশটিতে। আর বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিয়েছে ৫৬ শতাংশ নাগরিক।  

Share Now

এই বিভাগের আরও খবর