কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

আপডেট: February 6, 2022 |
print news

দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে।

রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় আজ রবিবার সকাল ৯টার দিকে টিকাদান শুরু হয় ছাত্রীদের।

জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘শুধু মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে আজ। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ে কওমি মাদ্রাসার পরিসংখ্যান জমা দিয়েছে ব্যানবেইস। তাতে দেখা যায়, সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর