কানাডার রাজধানী অচল ট্রাকচালকদের বিক্ষোভে

আপডেট: February 8, 2022 |

কানাডায় আন্দোলনরত ট্রাকচালকরা অচল করে দিয়েছেন দেশটির রাজধানী অটোয়াকে। ভারী ট্রাকগুলো পার্ক করে রেখে শহরের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলন রাজনৈতিক আকার লাভ করলে দেশটিতে জাস্টিন ট্রুডো সরকারের পতনও হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

রাজধানী অবরুদ্ধ হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বাড়ছে আটক। সংকট নিরসনে মধ্যস্ততাকারী নিয়োগের জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন।

এদিকে বিক্ষোভকারীদের এক নেতা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তারা। আন্দোলনকারীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রুডো। বিক্ষোভ দমনে এখনই সেনাবাহিনী নামানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের বাধ্যতামূলক টিকানীতির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে ফ্রিডম কনভয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর