আলিয়া-শাহরুখের নতুন ছবি ৮০ কোটিতে বিক্রি!

আপডেট: February 8, 2022 |
print news

এবার প্রযোজনায় নামলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। শাহরুখের সহপ্রযোজনায় তার প্রথম ছবি ‘ডার্লিংস’। ৮০ কোটি রুপিতে তার স্বত্ব বিক্রি হয়েছে।

‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড়পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি। খবর আনন্দবাজার পত্রিকার।

এমনটিই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমের সঙ্গে কথাবার্তা শুরু। এবার ছবি দেখানোর ভার পেল নেটফ্লিক্স।

ইতোমধ্যে শুটিং শেষ। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে।

নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে দিনভর ব্যস্ত আলিয়া। তার ঝুলিতে পর পর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর