নিপুণের আপিল শুনানি আজ

আপডেট: February 9, 2022 |

নির্বাচনি আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ আবেদনের বিষয়ে শুনানি আজ।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির জন্য এদিন নির্ধারণ করেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে পরে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন নিপুণ। পরে এ বিষয়ে আপিল বোর্ডকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয় সমাজসেবা অধিদপ্তর।

পাঁচই ফেব্রুয়ারি জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আপিল বোর্ড।

এরপর এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন জায়েদ। শুনানি শেষে জায়েদের প্রার্থিতা বাতিল এবং নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে জায়েদের দায়িত্ব পালনে বাধা না দিতেও বলা হয়।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ২৯ জানুয়ারি ভোররাতে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জয়লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। একই পদে চিত্রনায়িকা নিপুণ হেরে যান ১৩ ভোটে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর