খোলা স্থানে ‘প্রকৃতির ডাকে সাড়া’ দিতে গিয়ে যে বিপদে পড়েন করণ

আপডেট: February 11, 2022 |
print news

একবার ‘প্রকৃতির ডাকে সাড়া’ দিতে গিয়ে বিষম বিপদে পড়েছিলেন করণ জোহর। বেশ বড়সড় এক লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি ‘হুনারবাজ’-এর সেটে সেই কথাই ফাঁস করলেন পরিচালক নিজেই! যা শুনে হেসে কুটিকুটি হলেন লাস্যময়ী পরিণীতি চোপড়া।

সম্প্রতি, চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর একটি এপিসোডের প্রমো আপলোড করা হয়েছে। সেখানেই জানা গেল সেই ঘটনা।

করণ জোহর জানান, ঘটনার সময়কাল ‘কাভি খুশি কাভি গম’ ছবির শ্যুটিংয়ের সময়। সেইসময় মিশরে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে ‘সূরজ হুয়া মাধ্যম’ গানের শ্যুটিং চলছে। করণের কথায়, ‘আমরা এমন একটি লোকেশনে ছিলাম, যেখানে মাইলের পর মাইলজুড়ে কেবল সাদা বালি আর নানান আকারের সাদা চুনাপাথরের টুকরো ছড়িয়েছিল। আর কিচ্ছু ছিল না, কিচ্ছু না। জনবসতির চিহ্ন পর্যন্ত ছিল না। দেখে মনে হতে পারে, পৃথিবীর শেষ প্রান্ত বুঝি এটাই। অদ্ভুত সুন্দর লোকেশন ছিল।’

অল্প থেমে ফের শুরু করেন করণ, ‘সেদিন আমার পেটটা খারাপ ছিল। সকাল থেকে বেশ কয়েকবার প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল। ফের বেগ পেল। এদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনও বাথরুম, হোটেল কিচ্ছু নেই। এতটাই বেগ এসেছিল যে, শেষমেশ উপায়ন্তর না দেখে বেশ কিছুটা দূরে চুনাপাথরের আড়ালে গিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম।’

বলিউডের প্রতিথযশা এই পরিচালক বলেন, ‘ভেবেছিলাম নির্জন জায়গা, দেখার কেউ নেই। ওমা! হঠাৎ করে একটা শব্দ পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখি, হলিউড ছবির শ্যুটিং ক্রুয়ের একটি দল সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে আমাকে দেখছে। ক্যামেরাও বের করছে, আমার ওই অবস্থার ছবি তুলে রাখবে বলে। সঙ্গে সঙ্গে প্যান্ট-শার্ট ঠিক করে তাঁদের কাছে অনুরোধ জানাই যে, এরকম যেন তাঁরা না করেন। আরও বলি, যে ছবির শ্যুটিং চলছে তার পরিচালক আমি। তাই তাঁরা যেন আমার প্রতি একটু সম্মান দেখায়।’

করণের মুখে এ কথা শোনামাত্রই তাঁরা তাঁকে আশ্বস্ত করে এবং চলে যায় সেখান থেকে। আর এতে হাঁফ ছেড়ে বাঁচেন পরিচালক।

বক্তব্যের শেষে তাঁর সংযোজন, ‘চুনাপাথরের অপরদিকে ছিলেন বলে তাঁরা শাহরুখ এবং কাজলকে দেখতে পাননি। আজও সেই ঘটনার কথা মনে পড়লে লজ্জা লাগে।’

এদিকে, বলিউড-পরিচালকের কথা শেষ হতে না হতেই গলা ফাটিয়ে হাসতে শুরু করেন লাস্যময়ী বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। সূত্র- হিন্দুস্তান টাইমস।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর