দক্ষিণী অভিনেতা আল্লুর সঙ্গে কাজ নিয়ে কী ভাবছেন দীপিকা?
আপডেট: February 11, 2022
|

বলিউডে এখন দক্ষিণী তারকাদের দাপট কাঁপছে। ডিসেম্বরে মুক্তি পাওয়া আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা যেন তারই প্রমাণ। সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ আলোচনায় এই নায়ক। তার সঙ্গে কাজ করার জন্য বলিউডের অনেক অভিনেত্রী আগ্রহী। তবে দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে অন্য কোনো অভিনেতাকে নিয়ে ভাবছেন।
বলি তারকা জানিয়েছেন, এই মুহূর্তে তার পছন্দের মধ্যে রয়েছেন জুনিয়র এনটিআর। খবর- বলিউড হাঙ্গামা।
এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যম বলিউড বাবলকে তিনি বলেন, ‘আশা করি আমার কথায় কারো মধ্যে বিরোধ তৈরি হবে না। আমি এখন জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আল্লু অর্জুনের সঙ্গেও কাজ করতে চাই। তবে এই মুহূর্তে আমি এনটিআরকে নিয়ে বিমোহিত। ওর ব্যক্তিত্ব মারাত্মক।’
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার পরিচালক রাজামৌলীর সঙ্গেও কাজ করতে ইচ্ছুক বলেও জানান দীপিকা পাড়ুকোন।