আজ থেকে দোকান ও হোটেল কর্মীদের দেয়া হচ্ছে করোনা টিকা

আপডেট: February 12, 2022 |
print news

দেশের দোকান ও হোটেল শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের শনিবার থেকে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। প্রথমে টিকা পাচ্ছেন ঢাকা শহরের ৫ লাখ কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্ন কর্মী ও ফুটপাতের হকার।

এ জন্য ঢাকা শহরকে নয়টি জোনে ভাগ করা হয়েছে। পরে পর্যায়ক্রমে সারা দেশে এই শ্রেণির মানুষকে টিকার আওতায় আনা হবে।

শনিবার সকাল নয়টায় উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিন ১০ হাজার মানুষকে টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। পরে ঢাকা শহরের অন্যান্য জোনে টিকা দেওয়া হবে। তাদের দেওয়া হবে সিনোভ্যাক টিকা।

শুক্রবার এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সরকারের করোনা টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক ও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর