নতুন ইসির জন্য ৩২৯ জনের নাম প্রস্তাব

আপডেট: February 12, 2022 |
print news

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এখন পর্যন্ত ৩২৯ জনের নাম প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নামের প্রস্তাব পাওয়া গেছে। ’

তিনি আরও বলেন, ‘আজ দুটি বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার মতো আলোচনা হয়েছে।

প্রথম গ্রুপে ছিলেন ১৪ জন, পরের গ্রুপে ছিলেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। ওনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন। সবারই মূল বক্তব্য হলো এমন একটা নির্বাচন কমিশন সিলেক্ট করা যাতে সবার আস্থাভাজন হয় এবং ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন। তাদের সাজেশনগুলো নোট করা হয়েছে।

আগামীকাল বিকেল চারটার পরে বৈঠকে বসে ওনাদের সাজেশনগুলো নিয়ে তারপর সার্চ কমিটি তাদের কর্ম পদ্ধতি ঠিক করবে। ’

নামগুলো প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কমিটি যখন বৈঠকে বসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’

নতুন নির্বাচন কমিশন গঠনে দেশের বিশষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে সকাল ১১টা ২৫ মিনিটে শুরু হয় প্রথম বৈঠক।

আর দ্বিতীয় বৈঠক শুরু হয় দুপুর সোয়া ১টায়। বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর