নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত সব নামই প্রকাশ করবে সার্চ কমিটি

আপডেট: February 13, 2022 |

রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যাদের নামের প্রস্তাব আসবে, সবার তালিকা প্রকাশ করবে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই এ কথা জানান।

তিনি বলেন, যেসব নাম আসবে, চারশ হোক, পাঁচশ হোক, ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করা হবে।

এদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিতদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। সার্চ কমিটির পাঁচ সদস্যের পাশাপাশি সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোমধ্যে দুই দফা বৈঠকে বিশিষ্টজনরা প্রস্তাবিতদের নামের তালিকা প্রকাশের দাবি করেছে সার্চ কমিটির কাছে।

এছাড়া সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তৃতীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর নামের প্রস্তাব পেতে সময় বাড়ানোর কথাও বলেছেন। তিনি বলেন, যেসব দল আমাদের কাছে নাম প্রস্তাব করেনি, সোমবার ৫টা পর্যন্ত নাম জমা দিতে পারবে। এরপর বিকেল ৫টার পর দ্রুততম সময়ের মধ্যে জমা হওয়া সকলের নামের তালিকা প্রকাশ করা হবে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েব সাইটে।

তৃতীয় বৈঠকে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিরা হলেন-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির ও অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর