লিসবনের মাঠে সিটির গোল উৎসব

আপডেট: February 16, 2022 |
print news

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠে রীতিমত গোল উৎসবে মেতেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচটি তারা জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে লিসবন রক্ষণে কিছুটা দৃঢ়তার পরিচয় দিয়েছে।

ম্যাচে ৬৪ ভাগ বল দখলে রাখা ম্যানচেস্টার সিটি মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি লিসবন।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। কেভিন ডে ব্রুইনের কাটব্যাক থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। ব্যবধান দ্বিগুণ করতেও সময় লাগেনি। দশ মিনিট পর ডি-বক্সে বার্নার্দো সিলভার জোরাল হাফভলি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে জড়ায় জালে।

৩২তম মিনিটে ৩-০ করেন ফোডেন। ডান দিক থেকে মাহরেজের বাড়ানো বল স্পোর্টিংয়ের দুই ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে কাছ থেকে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার।

বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) নিজের দ্বিতীয় গোলটি করেন সিলভা। স্টার্লিংয়ের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট স্পোর্টিংয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন সিলভা। হেডে জালে পাঠিয়েছিলেন বল, কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৫৮ মিনিটে লিসবনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রহিম স্টার্লিং। এই গোলেও অবদান ছিল সিলভার।

তার পাস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁকানো শটে পোস্টের ওপরের কোনা দিয়ে বল ঢোকান স্টার্লিং।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এমন বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেলো সিটি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর