আমি তো অলরেডি শপথ নিয়েছি : অঞ্জনা

আপডেট: February 19, 2022 |
print news

খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ও গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। মিশা-জায়েদ প্যানেল থেকে তিনিই একমাত্র শপথ নিয়েছেন। বাকিরা এখনও শপথ গ্রহণ করেননি।

অনেকেই ধারণা করেছিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত অন্যদের সঙ্গে অঞ্জনার দূরত্ব তৈরি হয়েছে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে গত বৃহস্পতিবার মিশা-জায়েদ প্যানেলেল নির্বাচিত ১১ জনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। এরপরই তৈরি হয় নতুন গুঞ্জন- ১১ জনের সঙ্গে অঞ্জনা আবার শপথ নেবেন কিনা?

এ প্রসঙ্গে অঞ্জনা সুলতানা বলেন, ‘আমি তো অলরেডি শপথ নিয়েছি। আবার নতুন করে নেয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওরা যখন শপথ নেবে তখন ওদের সঙ্গে আমিও থাকবো। কারণ আমি তো আর আমার প্যানেল থেকে সরে আসিনি। এখনও মিশা-জায়েদের প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে আছি।’

তিনি আরো বলেন, ‘সাধারণ সম্পাদকের পদ নিয়ে আইনি লড়াই চলছে। আদালত যে রায় দিবে তা আমাদের মানতে হবে। সভাপতি কাঞ্চন ভাইকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি আমাদের সভাপতি। তার সঙ্গেই আমরা কাজ করবো।’

রাজধানীর পাঁচ তারকা হোটেলে ডিনার পার্টি করেছেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত ১১ জন। এ সময় জায়েদের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর